Your Cart
:
Qty:
Qty:
আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক ও অভিভাবক বৃন্দ। আমরা প্রত্যেকে-ই চাই নিজের/সন্তানের হাতের লেখা সুন্দর করতে!
কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে হয়ে উঠে না
অনেক প্রতিবন্ধকতার অন্যতম হলোঃ
১. সঠিক কলাকৌশল না পাওয়া বা না জানা।
২. হাতের লেখার বইগুলো থাকে কম্পিউটার কম্পোজ করা।
কিন্তু আমরা জানি ও বুঝি হাতের লেখা সুন্দর থাকলে প্রতিযোগিতামূলক কাজে ও পরীক্ষায় তুলনামূলক ভালো নাম্বার পাওয়ার আশা থাকে।
**************************************
১। আমি ইসলামুল হক ইমতিয়াজ দীর্ঘ ১৮ বছরের প্রচেষ্টায় কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিজ হাতে এই বইটি লিখেছি।
২। প্রথমে প্রতিটি বর্ণকে ধাপে ধাপে সাংকেতিক চিহ্নের মাধ্যমে পূর্ণ করা হয়েছে তারপর এক লাইন বর্ণ লিখে নিচের লাইনগুলোতে প্রতিটি বর্ণকে ডট চিহ্ন দিয়ে লেখা হয়েছে যাতে করে শিক্ষার্থী সহজে হাত ঘুরিয়ে হাতের লেখাকে সুন্দর করতে পারে।
৩। প্রথমে প্রতিটি Letter কে ধাপে ধাপে সাংকেতিক চিহ্নের মাধ্যমে পূর্ণ করা হয়েছে তারপর এক লাইন Letter লিখে নিচের লাইনগুলোতে প্রতিটি Letter কে ডট চিহ্ন দিয়ে লেখা হয়েছে যাতে করে শিক্ষার্থী সহজে হাত ঘুরিয়ে হাতের লেখাকে সুন্দর করতে পারে।
৪. প্রথমে প্রতিটি হরফকে ধাপে ধাপে সাংকেতিক চিহ্নের মাধ্যমে পূর্ণ করা হয়েছে তারপর এক লাইন হরফ লিখে নিচের লাইনগুলোতে প্রতিটি হরফকে ডট চিহ্ন দিয়ে লেখা হয়েছে যাতে করে শিক্ষার্থী সহজে হাত ঘুরিয়ে হাতের লেখাকে সুন্দর করতে পারে।
৫. গাণিতিক সংখ্যা (০১-২০) পর্যন্ত লেখা রয়েছে।
৬. গাণিতিক সংখ্যা ((01-20) পর্যন্ত লেখা রয়েছে।
৭. আরবি গাণিতিক সংখ্যা (০১-২০) পর্যন্ত লেখা রয়েছে।
৮. প্লে থেকে নার্সারীর শিক্ষার্থীরা এই বইটি থেকে অনেক উপকৃত হবে এবং দিন দিন হাতের লেখাকে আরও সুন্দর করতে পারবে।
৯. বইটি ৭০ গ্রাম অফসেট কাগজ দিয়ে ছাপানো হয়েছে যাতে করে শিক্ষার্থী এই বইটিতে-ই হাত ঘুরিয়ে হাতের লেখাকে সুন্দর করতে পারে।
১১. সর্বোপরি এই বইটি মা বাবা এবং শিক্ষকগণের জন্য সন্তান/শিক্ষার্থীকে খুব সহজেই হাতের লেখাকে সুন্দর করার ব্যাপারে সহায়ক হিসেবে কাজ করবে ।